আজ শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ভুলে থাকি বাঁকে বাঁকে ভেসে যাওয়া সমুদ্র অধ্যায়

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৭:২৩ অপরাহ্ণ
ভুলে থাকি বাঁকে বাঁকে ভেসে যাওয়া সমুদ্র অধ্যায়

Sharing is caring!

সাবিনা ইয়াসমিন

যার আসার কথা ছিল
সে কী এসেছে? পুষ্প শাখায়
তুলেছে কী মায়ার কাঁপন
পাখাটি ঝাঁপটিয়ে বসেছে?
তবে আমি ঘুম ভুলি
জাগরণ ভুলি
ও নীলকন্ঠ পাখি
তবে আমি বিরহ ভুলি।
তবে ভুলি দেড় পৃষ্ঠার চিঠি
বাঁকে বাঁকে ভেসে যাওয়া সমুদ্র অধ্যায়
যদি আসো, পাখি গো পাখি
তবে এই কন্টক-তরু তপোবনে হয়ে যায়।