কামরুজ্জামান হিমু
সাভারের নয়ারহাট এলাকায় অবৈধভাবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম।
সোমবার দুপুরে সাভারের নয়ারহাট মির্জানগর এলাকায় "কনফোর্স লিমিটেড" ও "সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড" নামের ইটভাটাকে জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০২৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়।
এছাড়া, গণস্বাস্থ্য হাসপাতালের নিকটবর্তী কমফোর্স ইটভাটায় একই আইনের ৬ ধারা লঙ্ঘন করায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী রিপন ব্রিকসেও অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ দুটি শক্তিশালী ইট প্রস্তুতকারক কোম্পানি তাছাড়া ফ্যাক্টরির কাছাকাছি রয়েছে গণস্বাস্থ্য হাসপাতাল।
অভিযানে আরও দেখা যায়, কিছু প্রতিষ্ঠান আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় রাস্তার ওপর ইট রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে ইট ও বালুর ব্যবসার অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম রেডটাইমস কে জানান, অবৈধ ইটভাটা ও মহাসড়ক দখল করে ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.