আজ বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন আদালতে ৫৭৬ টি মামলা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ণ
শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন আদালতে ৫৭৬ টি মামলা

Sharing is caring!

টাইমস নিউজ

জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও ঢাকার নিম্ন আদালতে প্রায় ৫৭৬টি মামলা হয়েছে।

এছাড়া ঢাকার বাইরে আরও কয়েকশ মামলা হয়েছে। এসব মামলার মধ্যে তিন শতাধিক অভিযোগ সুনির্দিষ্টভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে। এর মধ্যে চারটি মামলার তদন্তকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

শেখ হাসিনা ছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার সরকারের একাধিক মন্ত্রী-এমপি, রাজনীতিবিদ, সাবেক সেনা কর্মকর্তা, হত্যায় জড়িত পুলিশ কর্মকর্তা ও গণজাগরণ মঞ্চের সংগঠকদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। প্রসিকিউশন টিম এসব অভিযোগ যাচাই-বাছাই করে আনুষ্ঠানিকভাবে ১৮টি মামলা করেছে। তদন্তকাজ প্রায় শেষ পর্যায়ে থাকা চারটি মামলার মধ্যে তিনটি মামলায় আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উঠে এসেছে। এছাড়া শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ‘নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে বেশ কয়েকটি আবেদন হয়েছে। এখন অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হবে।

এদিকে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহরে জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের করা মামলার তদন্ত শুরু হয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের এটি প্রথম মামলা। প্লট জালিয়াতিসংক্রান্ত ৬টি মামলাতেই শেখ হাসিনাকে আসামি করা হয়। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজনৈতিক বিবেচনায় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বজনরা। এছড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিপুল অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার, বিশাল বহর নিয়ে বিদেশ সফরের নামে বিপুল রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। ক্ষমতার শেষ ৫ বছরে শেখ হাসিনার বিদেশ সফরের জন্য ২৫০ কোটি টাকা ব্যয়ে ৪৮টি ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করা হয়। এসব সফরে তিনি বিদেশে গিয়ে আরও ২০০ কোটি টাকা ব্যয় করেছেন। দুদকের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি নিয়ে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে সরকারি অর্থ ব্যয় করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি সংগ্রহ করার অভিযোগ নিয়েও তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। নভোথিয়েটার নির্মাণ দুর্নীতির পুনঃঅনুসন্ধান করা হবে।

সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা অভিযোগে আসামির তালিকায় রয়েছেন-সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আনিসুল হক, রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, দীপু মনি, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ-সদস্য হাজী সেলিম, সাবেক সংসদ-সদস্য শামীম ওসমান, সাবেক মেয়র ও সংসদ-সদস্য শেখ ফজলে নূর তাপস, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, বেনজীর আহমেদ, এনটিএমসির মহাপরিচালক জিয়াউল আহসান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সদস্য মুনতাসীর মামুন ও তুরিন আফরোজ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, একাত্তর টিভির এমডি মোজাম্মেল হক বাবু, সময় টিভির আহমেদ জোবায়ের, এবি নিউজের সুভাষ সিংহ রায়, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও দৈনিক আমাদের নতুন সময়ের নাঈমুল ইসলাম খান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সাবেক ডিজি এম মনজুর আহমেদসহ অজ্ঞাতনামা মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ-সদস্য ও কতিপয় বিজিবি, র‌্যাব, পুলিশ কর্মকর্তা ও সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা এবং মিডিয়ার তৎকালীন কয়েকজন নীতিনির্ধারক।

শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারির অনুরোধ : ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করতে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। ১০ নভেম্বর এই অনুরোধ জানানো হয়েছে বলে প্রসিকিউশন জানায়।

চট্রগ্রামে হত্যা, গণহত্যা ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ : জুলাই-আগস্ট গণহত্যায় চট্টগ্রামে গুলিতে মারা যান ফয়সাল আহমেদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় নিহত ফয়সাল আহমেদের পিতা জাকির হোসেন অভিযোগ করেন। তদন্ত সংস্থার অফিস বিষয়টি নথিভুক্ত করে (ডায়েরি নং ৬৮২)।

শাহীন কলেজের আহনাফের মায়ের অভিযোগ : ছাত্র-জনতার আন্দোলনে ৪ আগস্ট রাজধানীর মিরপুর-১০ নম্বরে বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শফিক উদ্দিন আহমেদ আহনাফকে গুলি করে হত্যা করা হয়। হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন আহনাফের মা জারতাজ পারভীন সাফাক। আবেদনে আহনাফের মা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। আহনাফের মা সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই সব কিছু হয়েছে।

সাব্বির, মারজান আয়াতুল্লাহ হত্যা : ১৯ জুলাই উত্তরা ৭ নম্বর সেক্টরে গুলিতে নিহত সাব্বির ইসলাম সাকিবের পিতা শহিদুল ইসলাম মল্লিকের দেওয়া অভিযোগে শেখ হাসিনাসহ ৬০ জনকে আসামি করা হয়। ১৮ জুলাই উত্তরা এলাকায় বিএনএস সেন্টারের সামনে চোখে গুলিবিদ্ধ মোহাম্মদ মমিনুল ইসলাম মারজান নিজেই অভিযোগ করেন ট্রাইব্যুনালে। এতে শেখ হাসিনাসহ ২৭ জনকে আসামি করা হয়। এ ছাড়া ৫ আগস্ট গাজীপুরের কালিয়াকৈর মৌচাক এলাকায় শফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনে মোহাম্মদ আয়াতুল্লাহ গুলিতে নিহত হওয়ার ঘটনায় বাবা পিতা সিরাজুল ইসলাম বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ করেন।

এদিকে ট্রাইব্যুনালে করা মামলাগুলোর মধ্যে তিন থেকে চারটির রায় অক্টোবরের মধ্যে হতে পারে বলে আশা করছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ সংশোধনীর ফলে ট্রাইব্যুনাল গঠনের পর ইতোমধ্যে বিচারকাজে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এই আদালত কার্যক্রম শুরু করেছেন ৪ মাস আগে। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরুর পর আইন অনুযায়ী ডিফেন্স টিমকে তাদের (আসামিপক্ষের আইনজীবী) প্রস্তুত হওয়ার জন্য ৩ সপ্তাহ সময় দিতে হয়। এই ৩ সপ্তাহ সময় শেষ হলে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া শুরু হবে ঈদের পর। এপ্রিলে। এই আদালতে বিরতিহীনভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় এপ্রিল থেকে শুরু করে পরবর্তী ৪ থেকে ৬ মাসের মধ্যে হতে পারে। অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা তিন-চারটি মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এটা বিচারিক প্রক্রিয়ার ব্যাপার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তদন্ত সংস্থা বা প্রসিকিউশনের কাছে যেগুলো আসছে তা অভিযোগ আকারে আসছে। এগুলো যাচাই-বাছাই করে আমরা যখন ট্রাইব্যুনালের কাছে পিটিশন আকারে উপস্থাপন করব। তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অধীনে মামলা হবে। ম্যাজিস্ট্রেট কোর্ট বা থানার ব্যাপার আলাদা। আমরা যাচাই-বাছাই সাপেক্ষে ট্রাইব্যুনালে উপস্থাপন করব। এখানে ভুল-ভ্রান্তি হওয়ার সম্ভাবনা নেই। ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার। সদস্য হিসাবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে চিফ প্রসিকিউটরসহ প্রসিকিউশন ও তদন্ত সংস্থা নিয়োগ দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে টানা প্রায় ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের শাসনের অবসান ঘটে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের ওপর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগে সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এমন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। এ বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ বলেন, জাতিসংঘের তথ্যানুসন্ধান দল হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পেয়েছে। এতে করে ট্রাইব্যুনালের বিচারে গতি আসবে এবং বিচার ত্বরান্বিত হবে বলে মনে করি।