টাইমস নিউজ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (২১ ফেব্রুয়ারি) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অনুপম কথাচিত্র প্রযোজিত সুজন বড়ুয়া পরিচালিত সিনেমা ‘বান্ধব’। প্রযোজক অনুপ বড়ুয়া জানিয়েছেন, অনেক আগে ‘বান্ধব’ সেন্সর করা হয়েছে।
ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্ম-পরিচয়হীন শিশুর গল্প উঠে আসবে ‘বান্ধব’ সিনেমায়। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ খান।
নিজের চরিত্র প্রসঙ্গে মৌ বলেন, ‘আমি কমার্শিয়াল সিনেমায় অভিনয় করে অভ্যস্ত। যার কারণে দর্শক সবসময় গ্ল্যামারাস লুকেই পেয়েছে। কিন্তু এবার আমাকে একেবারে ভিন্ন লুকে দেখবে সবাই, যা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। এই প্রথম ভিন্ন রকম চরিত্রে কাজ করেছি। পুরো জার্নিটাই ছিল চ্যালেঞ্জিং। এ সিনেমায় আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। বাকিটা দর্শক সিনেমা মুক্তির পর বলবে।’
অনুপ বড়ুয়া বলেন, ‘সিনেমাটি এর আগে যখন মুক্তি দিতে চেয়েছিলাম তখন করোনা মহামারি ছিল। এখন ছবিটি রিলিজ দেয়ার উপযুক্ত সময় এসেছে বলে মনে করছি। তাছাড়া আমাদের এখন ভালো সিনেমার সংকট। এজন্য সিনেমাটা আর আটকে রাখতে চাই না। সবকিছু বিবেচনা করে ২১ ফেব্রুয়ারি মুক্তি দিচ্ছি।’
‘বান্ধব’-এ প্রথমবার জুটি বেঁধেছেন মৌ খান ও সুমিত সেনগুপ্ত। আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রেবেকা রউফ, জয় রাজ, প্রয়াত সিরাজ হায়দার, আসমা, হাবিব খান, আন্না, শায়লা, উর্মি, আরফান প্রমুখ।
পাঁচটি গান রয়েছে, যার মধ্যে চারটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ এবং অন্যটি লিখেছেন মুনশী ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.