আজ শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশ ও স্টেকহোল্ডারদের মতবিনিময়

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৫:১৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশ ও স্টেকহোল্ডারদের মতবিনিময়

Sharing is caring!

তাপস দাশ, শ্রীমঙ্গল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সমৃদ্ধ পর্যটন শিল্পকে আরও গতিশীল ও নিরাপদ করতে ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে স্থানীয় স্টেকহোল্ডার ও কমিউনিটি পুলিশিং সদস্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) শহরের ভানুগাছ রোডস্থ মহসিন অডিটোরিয়াম এন্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি, ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত ডিআইজি মোঃ সাখাওয়াত হোসাইন, তার বক্তব্যে শ্রীমঙ্গলের পর্যটন খাতের বিকাশে পুলিশ প্রশাসনের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, “আমরা ট্যুরিস্ট পুলিশ শুধুমাত্র পর্যটকদের নিরাপত্তার জন্য নয়, বরং প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণেও কাজ করে যাচ্ছি। বন আইন সংশোধনের বিষয়ে ইতোমধ্যেই আমরা কথা বলেছি, এবং শিগগিরই এর বাস্তব প্রতিফলন দেখা যাবে। পর্যটন উন্নয়নে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সহযোগিতা প্রয়োজন। আমরা চাই, শ্রীমঙ্গলের শ্রী বজায় থাকুক, কিন্তু সেই সঙ্গে উন্নয়নও চলুক।”
তিনি আরও জানান, “শ্রীমঙ্গলের প্রধান পর্যটন এলাকা রাধানগরে শিগগিরই স্ট্রিট লাইট স্থাপন করা হবে, যা বর্তমানে প্রস্তাবনার পর্যায়ে রয়েছে। পর্যটকদের সুবিধার্থে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাধানগর থেকেই শুরু করা হবে, যা পর্যটন খাতের একটি টেকসই উন্নয়নের অংশ হিসেবে কাজ করবে। সভায় আলোচিত বিষয়গুলোর সমাধানে পরবর্তী বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে বলে আশ্বাস দেন অতিরিক্ত ডিআইজি মোঃ সাখাওয়াত হোসাইন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নূর, শ্রীমঙ্গল-কমলগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন, এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম।
তারা পর্যটকদের নিরাপত্তা, যানজট নিরসন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পর্যটনবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। সভায় আরও আলোচনা হয় শ্রীমঙ্গলে টি-ট্যুরিজম ও নাইটলাইফ উন্নয়ন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশন, এবং পরিবহন ভাড়া নির্ধারণসহ অন্যান্য নীতিমালা নিয়ে।
সভায় পর্যটন কল্যাণ পরিষদ, বিভিন্ন ট্যুর অপারেটর, রিসোর্ট মালিক, পরিবহন শ্রমিক সংগঠন, বন বিভাগ, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পর্যটন কল্যাণ পরিষদ, রাধানগর, শ্রীমঙ্গলের আহবায়ক কুমকুম হাবিবা, পর্যটন কল্যাণ পরিষদ, রাধানগর, শ্রীমঙ্গলের সদস্যসচিব তারেকুর রহমান পাপ্পু, টি হ্যাভেন রিসোর্টের স্বত্বাধিকারী সুলতান মো: ইদ্রীস লেদু, সহকারী বন সংরক্ষক আনিসুল হক, ফুলছড়া চা বাগান বালিশিরা ডিভিশনের সহকারী ব্যবস্থাপককল্যাণ দাশ, স্মার্ট ট্যুরিজমের ট্যুর অপারেটর ও সাংবাদিক এম এ রাকিব, বৈশাখী ট্যুরিজমের ট্যুর অপারেটর ও সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন, চামুং রেস্টুরেন্টের স্বত্বাধিকারী, ট্যুর অপারেটর ও সাংবাদিক তাপস দাশ, গ্র‍্যান্ড সুলতান রিসোর্টের
সহকারী ম্যানেজার (সেফটি এন্ড সিকিউরিটি) মো: আরজু মিয়া, পরিবহন শ্রমিক ইউনিয়ন- ১২২৩ এর সা: সম্পাদক মিছির আলি, পরিবহন শ্রমিক ইউনিয়ন-১২২৩ এর সহ: সভাপতি মো দেলোয়ার হোসেন দুলাল, পরিবহন শ্রমিক ইউনিয়ন-১২২৩ এর কার্যনির্বাহী সদস্য মো: মাহবুবুর রহমান, ভানুগাছ সিএনজি স্ট্যান্ড-২৩৫৯ এর সহ-সভাপতি নুর আলম,  ভানুগাছ সিএনজি স্ট্যান্ড-২৩৫৯ এর সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন, সিএনজি উপজেলা শাখা-২৩৫৯ এর সভাপতি মোঃ আহসানুল হক সুমন প্রমুখ।
তারা শ্রীমঙ্গলের পর্যটন শিল্পকে আরও আধুনিক ও টেকসই করতে ট্যুরিস্ট পুলিশের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান। বিশেষ করে পর্যটন এলাকাগুলোতে ট্যুরিস্ট পুলিশের উপস্থিতি বাড়ানো, অবৈধ গাইডদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা—এসব বিষয়ে গুরুত্বারোপ করেন।
পর্যটন খাতের এ সমন্বিত উদ্যোগ শ্রীমঙ্গলকে আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পর্যটন শহরে রূপান্তর করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।