আজ শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ধন্য আমি বাঙালি

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৩:০৮ অপরাহ্ণ
ধন্য আমি বাঙালি

Sharing is caring!

রেশিয়া খান

পড়বে ঘন্টা আজ একুশে ফেব্রুয়ারি বাজবে ব্যারটো একটু পরেই I
জমবে দলে দলে এসে লন্ডনের আলতাব আলী পার্কে বাঙালি বিভিন্ন জায়গা থেকে সবাই I
ভরবে ফুলে ফুলে শহীদ মিনারের আঙ্গিক একেবারে খানায় খানায় উপ্সে ভাসাই I
ঝড়বে অসংখ্য ফুলের জুড়ি ভাষা শহীদদের জন্য শত শত মানুষ ভিড় করে বিনম্র শ্রদ্ধা আমরা তাঁদের যে জানাই I
গৌরব অর্জন করে বাংলা আজ গিয়ে কোথায় পৌঁছেছে বিদেশে ও পুষ্প হাতে শহীদ মিনারে শহীদদের সম্মান জানাই I
সৌরভ ছড়িয়ে সারা বিশ্ব জুড়ে আজ আন্তর্জাতিক মাতৃভাষা একমাত্র শুধু আমার সোনার বাংলা ভাষার I
ধন্য আমি বাঙালি ,কথা বলি বাংলায়,
বিদেশে করি আমি বাংলা বর্ন মালার চাষ I
অমর একুশে ফেব্রুয়ারি চেতনা নিয়ে আমাদের মাঝে ফিরে ফিরে আসে প্রতি বছর I
রফিক ,বরকত ,সালাম ও জব্বার নাম না জানা শহীদ তাঁদের প্রতি ভক্তি শ্রদ্ধায় আমরা আবেগে হারাই I
তোমাদের প্রতি জানাবো ওগো ভাষা শহীদ ভাইয়েরা আমার,
হাজার ও সালাম, এবং গভীর শ্রদ্ধায় আপ্লুত থাকবো সর্বদাই I
অমর একুশে ফেব্রুয়ারি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি ভাষা শহীদ দের আজীবন পুষ্প হাতে নগ্ন পায়ে তোমাদের I
শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলা ভাষার মান করেছে যে আমাদের বিশ্বব্যাপী মাথা উঁচু ও উন্নত I
রক্ষার দায়িত্ব দেশের মানুষের এখন আমাদের স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের ও ,
একাত্তরের ত্রিশ লক্ষাধিক শহীদ ও হাজারো বীরাঙ্গনা যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি বাংলাদেশ I
আজ শকুন আমাদের পিছে ভাঙতে জ্বালাতে উঠে পড়ে যে লেগেছে I
জানিনা আমার বাংলা মায়ের উপর কিসের কাল বৈশাখী ঝড় উঠেছে I
বদলে দিতে পার অনেক কিছুই জ্বেলে পুড়ে হয়তো,
তবে বদলাতে পারবে না একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস I
বদলে দিতে পারবে না বায়াননর ভাষা আন্দোলন ইতিহাস কথা বলবে জেনো I
বাংলা মায়ের ও বাংলা ভাষার হবে না এতটুকু ম্লান হাজার শহীদের রক্তের দাগ মিটবে না কখনোই ভয় নাই ,ভয় নাই ,হবে জয় I
বিনম্র শ্রদ্ধা তোমাদের প্রতি জানাই হে একুশে ফেব্রুয়ারির বীর ভাষা শহীদ ভাইয়েরা আমার I
আমরা তোমাদের ভুলতে পারিনা কখনো না ,কখনো না ,কখনোই না I
বাংলা আমার দেশ ,বাংলা আমার মুখের বাণী জানে এই বিশ্বে সবাই I
বাঙ্গালী হয়ে জন্ম নিয়ে ধন্য নিজেকে মনে করি আমি তাই I

রেশিয়া খান I 21/02/2025