ম্যাটসসহ নিম্নমানের সব মেডিকেল কলেজ বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে সোমবার ময়মনসিংহ, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল ও ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েন মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীরা।
ময়মনসিংহে ম্যাটসসহ নিম্নমানের সব মেডিকেল কলেজ বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। পরে তারা হাসপাতাল পরিচালক বরাবর শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন। এতে সুমনা সিফাত, নাওরিন সুলতানা, আল রাজি ও হারুন অর রশিদ প্রমুখ।
রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা। ইন্টার্ন চিকিৎসকরা বলছেন, দাবি আদায় না হলে তারা ওয়ার্ডে ফিরবেন না।
সিলেটে দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে রোববার থেকে কর্মবিরতি পালন করেছেন তারা। ফলে রোগীদের সেবায় ব্যাঘাত ঘটছে। পরে সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে সোমবারও ক্লাস বর্জন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শিক্ষার্থীরা। চমেক অধ্যক্ষ ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে মেডিকেল শিক্ষার্থীরাও যোগ দিয়েছে। গত দুই দিন ধরে ক্লাসে আসছে না তারা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.