টাইমস নিউজ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান মঙ্গলবার এক বিবৃতিতে এ নিন্দা জানান।
রফিকুল ইসলাম বলেন, ‘গত ২৪ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী ‘জামায়াত যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে’ বলে যে ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য দিয়েছেন, তা তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এই বক্তব্যে কোনো সত্যতা নেই, এবং এটি সম্পূর্ণভাবে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। এ বক্তব্য বিএনপির ক্ষেত্রেই প্রযোজ্য, জামায়াতে ইসলামীর নয়।’
তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৯১ সালে নিঃশর্তভাবে বিএনপিকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছিল। কিন্তু ক্ষমতায় এসে বিএনপি অধ্যাপক গোলাম আযমকে নাগরিকত্ব ফিরিয়ে না দিয়ে, উল্টো তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে ১৬ মাস কারাগারে আটকে রেখেছিল। এছাড়া ১৯৮১ সালে জামায়াতে ইসলামী বিএনপির প্রেসিডেন্ট পদপ্রার্থী বিচারপতি আবদুস সাত্তারকে সমর্থন দিয়ে নির্বাচিত করেছিল কিন্তু তিনিও অধ্যাপক গোলাম আযমের নাগরিকত্ব ফিরিয়ে দেননি। এসব ঘটনা দেশবাসী জানে। তাই রিজভী কোনো ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করতে পারবেন না।’
বিবৃতিতে রফিকুল ইসলাম খান আরও বলেন, ‘জামায়াতে ইসলামীকে নিয়ে মিথ্যা মন্তব্য করা থেকে রিজভীকে বিরত থাকতে আমি আহ্বান জানাচ্ছি, যেন তিনি নিজের মান-সম্মান রক্ষা করতে পারেন।’
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.