টাইমস নিউজ
বিদ্রোহ করা ১৮ জন ফুটবলার দলে নেই। নতুন এক বাংলাদেশ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভালো ফল করতে পারেনি বাংলাদেশ। সাবিনাদের ছাড়াই হেরেছে ৩-১ গোলের ব্যবধানে।
বুধবার ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলে ১৮ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এলিজাবেথের গোলে লিড নিয়ে নেয় আরব আমিরাত। ২ মিনিট পর আইরিনের শট পোস্টে লেগে ফিরলে সমতায় ফেরার দারুণ সুযোগ হারায় বাংলাদেশ।
বরং ২৮ মিনিটে জর্জিয়ার গোলে ব্যবধান ২-০ করে স্বাগতিকরা। বাংলাদেশ ৩৪ মিনিটে পেনাল্টি থেকে এক গোল শোধ করে। অধিনায়ক আফঈদা খন্দকার জোরালো শটে জাল কাঁপান। গোলকিপার ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।
দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সুলতানা-রিপারা। উল্টো ৭৪ মিনিটে স্বাগতিকরা জয় আরও নিশ্চিত করে জর্জিয়ার দ্বিতীয় গোলে।
ব্যবধান কমানোর চেষ্টা করেও বাংলাদেশ পারেনি হার এড়াতে। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কোচ পিটার বাটলারের দলকে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.