নিউইয়র্ক প্রতিনিধি
কুইন্সের ওজন পার্কে অবস্থিত জন এডামস হাইস্কুলের 'বেঙ্গলি স্টুডেন্টস এসোসিয়েশন'-এর আয়োজনে একুশের অনুষ্ঠান হয়ে গেলো ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার।
অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের প্রিন্সিপাল মিস্টার কিউবেরো ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত এই অনুষ্ঠানে স্কুলের প্রিন্সিপাল, শিক্ষক ও ছাত্রদের বাবা-মা'সহ প্রায় দেশ শতাধিক দর্শক শ্রোতার উপস্থিতিতে নাচ, গান, কবিতা আবৃত্তি, ভাষা আন্দোলনের ইতিহাসের পথ ধরে একাত্তরে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধের পটভূমি তুলে ধরা হয়।
এর আগে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর একুশের গানের সাথে শহীদ বেদীতে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন উপস্থিত সকলে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি হাসানআল আব্দুল্লাহ। তিনি শহীদদের স্মরণে ইংরেজি ও বাংলা উভয় ভাষায় কবিতা পড়েন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের এসিস্ট্যান্ট প্রিন্সিপাল মিস রড্রিগাজ, গাইডেন্স কাউন্সিলর মিস মুনিয়োজ, ও ইএনএল শিক্ষক মিস রোমেরো। নৃত্য পরিবেশন করেন মিস উরশি পল। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট প্রকাশক, নালন্দা প্রকাশনির রেদওয়ান জুয়েল। স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি মাশরিফ হেসেন ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষ হয় সমবেত কণ্ঠে 'আমি বাংলায় গান গাই' সঙ্গীতের ভেতর দিয়ে।
গ্লোবাল কিটস প্রোগ্রাম নৈশভোজের আয়োজন করে। পুরো অনুষ্ঠানের পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ও বেঙ্গলি স্টুডেন্টস এসোসিয়েশনের পরিচালক কবি নাজনীন সীমন। শহীদ মিনার তৈরি করেন স্কুলের আরেক বাঙালি শিক্ষক রাশেদ চৌধুরী। বিকাল সাড়ে তিনটে থেকে এ অনুষ্ঠান চলে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.