আজ রবিবার, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আ আ ম স আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে

editor
প্রকাশিত মার্চ ৬, ২০২৫, ০৪:০৩ অপরাহ্ণ
আ আ ম স আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে

Sharing is caring!

টাইমস নিউজ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ‘স্ট্রোক’ করার পর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন তার ছোট ভাই সাকরিন সিদ্দিক।

সাকরিন বলেন, “তিনি ইফতার কিনতে ঢাকা ক্লাবে গিয়েছিলেন। বেজমেন্টে আরেকজনের সঙ্গে কথা বলতে বলতে হাঁটছিলেন, হঠাৎ অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান। মাথায় ব্যথা পান।

“সঙ্গে সঙ্গে উনাকে বারডেম হাসপাতালে নিয়ে আসি। প্রাথমিক পরীক্ষার পর ডাক্তাররা জানিয়েছেন তিনি স্ট্রোক করেছেন।”

সাকরিন বলেন, “অবস্থা বেশি ভালো নয়, আইসিইউয়ে নেওয়া হয়েছে।”

হাসপাতালটির নিউরো সায়েন্স ইউনিটে ভর্তি আছেন ৭২ বছর বয়সী আরেফিন সিদ্দিক।

ডায়েবেটিক সমিতির প্রেসিডেন্ট অধ্যাপক এ কে আজাদ বলেন, “আমি লাস্ট কথা বলে জেনেছি, তার একটা বড় স্ট্রোক হয়েছে। তার অবস্থা গুরুতর।“

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আরেফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন ২০০৯ সালের ১৫ জানুয়ারি।

এর প্রায় সাড়ে চার বছর পর বিশ্ববিদ্যালয়ের সিনেট উপাচার্য প্যানেল নির্বাচনের উদ্যোগ নেয়। নির্বাচনের পর ২০১৩ সালের ২৫ অগাস্ট প্যানেলে থাকা তিনজনের মধ্যে আরেফিন সিদ্দিককে বেছে নেন তৎকালীন রাষ্ট্রপতি ও আচার্য আবদুল হামিদ।

১৯৫৩ সালের ২৩ অক্টোবর ঢাকায় জন্ম নেওয়া আরেফিন সিদ্দিক ১৯৬৯ সালে এসএসসি এবং ১৯৭১ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন।

১৯৭৩ সালে বিএ এবং ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে এমএ করেন তিনি।

১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেওয়ার আগে বুয়েটের পিআর ছিলেন আরেফিন সিদ্দিক।

বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল দলের নেতা আরেফিন সিদ্দিক দুই মেয়াদে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও প্রেস ইনস্টিটিউটের সদস্যও ছিলেন তিনি।

উপাচার্যের দায়িত্ব পাওয়ার আগে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

শিক্ষা, সংস্কৃতি ও সম্প্রচার বিষয়ক বেশ কিছু জাতীয় কমিটিতেও ছিলেন তিনি।