টাইমস নিউজ
বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মশাল মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে তারা রোকেয়া হল থেকে মিছিল বের করেন। পরে মিছিলটি ভিসি চত্বর হয়ে ফের রোকেয়া হলের সামনে গিয়ে শেষ হয়।
মশাল মিছিলে শিক্ষার্থীদের ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে', ‘ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন', ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো', ‘রোকেয়া হলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন'সহ নানা স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশ ছাত্রীরা বলেন, আমরা দেখতে পাই দেশে শিশু থেকে বৃদ্ধা কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পায় না। ধর্ষকদের গ্রেফতার করার পর তাদের কি বিচার হয়? তাদের কী ধরনের বিচার হয় আমরা জানতে পারি না, তাদের ফাঁসি হয় কিনা তাও জানতে পারি না। আবার দেখা যায় ধর্ষকরা জামিন পেয়ে বাইরে অবাধে চলাফেরা করে। ধর্ষকদের শাসি্ত সংবিধানে লিপিবদ্ধ থাকলেও তা আমরা বাস্তবায়ন হতে দেখতে পাই না।
তারা দাবি করেন, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় যে তিনজন পুরুষ ও একজন মহিলা জড়িত তাদের প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা অ্যারেস্ট নাটক আর দেখতে চাই না। আমরা দোষীদের প্রকাশ্যে ফাঁসি চাই। প্রকাশ্যে ফাঁসি না দিলে আমরা শান্ত হব না।
মিছিলে এক শিক্ষার্থী বলেন, ‘আপনারা জানেন গত কয়েকদিন ধরে বাংলাদেশে ধর্ষণ, যেৌন হয়রানি ও নারীদের হেনস্তার ঘটনা ঘটছে। যা এ দেশের নাগরিক প্রতিটি মেয়ের জন্য উদ্বেগজনক। তাই যারা নারীদের অসম্মান করে, ধর্ষণ করে তাদের বেঁচেচে থাকার অধিকার নেই।'
রোকেয়া হলের ছাত্রী আবিদা সুলতানা পুষ্প বলেন, ধর্ষকদের শাস্তির দাবিতে আমরা প্রতিবাদ জানিয়ে আজ মশাল মিছিল বের করেছি। সম্প্রতি ঘটে যাওয়া সব ধর্ষণের সঙ্গে জড়িতদের আমরা প্রকাশ্যে ফাঁসির দাবি জানাচ্ছি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.