Sharing is caring!

কামরুজ্জামান হিমু
ঢাকার সাভার উপজেলাটি জনবহুল উপজেলা তেমনি রয়েছে এখানে কল কারখানা মিল ফ্যাক্টরি। এক সময় সাভারে ছিল অবারিত সবুজ ধান ক্ষেত । সারি সারি কাঁঠাল গাছ। কিন্তু এখন সেই দৃশ্য বদলে গেছে ।
কাঁঠালের বাগান দেখা যায় না , দেখা যায় না সুজলা সুফলা শস্য শ্যামল ধান ক্ষেত। দিনে দিনে হারিয়ে যাচ্ছে ফসলের জমি , ফসলের জমির বুকে গড়ে উঠেছে শতশত মিল ফ্যাক্টরি।
এগুলোর সাথে পাল্লা দিয়ে কৃষিজমি নষ্ট করে ইটভাটা গড়ে উঠছে । সাভার রাজস্ব সার্কেলের অধীনে রয়েছে বেশ কয়টি বৈধ / অবৈধ ইটভাটা। অবৈধ যে কয়টি ইটভাটা ছিল তার চেনা চেহারা আগের মতন আর এখন নেই । সাভারের সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম অবৈধ ইটভাটা একেবারেই গুড়িয়ে দিয়েছেন।
গত (২৪ ফ্রেবুয়ারী) সারাদেশে সব অবৈধ ইটভাটা ৪ সপ্তাহের মধ্যে গুড়িয়ে দিতে নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট । বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এআদেশ দেবার ফলে এবার নড়েচড়ে বসে সাভার উপজেলা প্রশাসন। বছরের পর বছর এসব অবৈধ ইটভাটা কাদের পেশীশক্তিকে কাজে লাগিয়ে চালাতো এসব নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে।
জেলা প্রশাসকের নির্দেশে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার , সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম।
সাভার উপজেলায় যে কয়টি অবৈধ ইটভাটা রয়েছে এখন তার একটিও নেই । সব কয়টি গুড়িয়ে দেওয়া হয়েছে ও তাদের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধকরে দেওয়া হয়েছে। ২৪শে ফেব্রুয়ারী হাইকোর্টের নির্দেশের পর সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটির পরে একটি যতগুলো অবৈধ ইটভাটা রয়েছে সব কয়টি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এ অভিযানের নেতৃত্ব দেন সাভার সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম।
সাভার উপজেলায় রাজস্ব সার্কেলের অধীনে যে কয়টি অবৈধ ইটভাটা ছিল এখন আর একটিও নেই বলে রেডটাইমসকে জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম।
সাভার শ্যালমাসীর টোটালি পাড়া, শ্যামলাপুর অএ এলাকায় তাহা ব্রিকস ও ঢাকা ব্রিকস এবং ঝাউচর তেতুলঝরা এলাকায় এ কে এম ব্রিকস অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন সাভার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম প্রতিটি অভিযানে সাথে ছিলেন সাভার মডেল থানার পুলিশ ও গণমাধ্যম কর্মীরা।
সাভার রাজস্ব সার্কেল ছাড়াও আশুলিয়া রাজস্ব সার্কেলের অধীনে কয়েকটি ইটভাটা অভিযান নেতৃত্ব দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এগুলো এখন কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে।
মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১৩৭০৫/ ২০২২ এর আদেশ বাস্তবায়নের লক্ষ্যে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনায়।
অপর দিকে আশুলিয়া কয়েকটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে ৮ই মার্চ মদিনা ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ মার্চ) দুপুরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বাঁশবাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার ও সাভার সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রয়োজনীয় ছাড়পত্র ও সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন না নিয়ে বাঁশবাড়ি এলাকায় মদিনা ব্রিকস ইটভাটা বেশ কয়েকবছর থেকে পরিচালনা করে আসছিল। এ সময় তারা প্রয়োজনীয় কাজগপত্র দেখাতে ব্যর্থ হলে ইট ভাটাটি গুড়িয়ে দেয়া হয় এবং যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।