Sharing is caring!

টাইমস নিউজ
বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) সভাপতি ও সাবেক সচিব রাষ্ট্রদূত ময়ূদ মান্নান এন.ডি.সি বলেছেন, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার পাশাপাশি নিয়মিতভাবে সমাজ কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে হবে তরুণদের।
নিজেদের অর্জিত জ্ঞানকে সকল বন্ধুদের মাঝে ভাগ করে নিতে হবে।
বুধবার (১২ মার্চ) সকালে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে তারার মেলা যুব কার্যক্রমের উপর গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
তরুণদের উদ্দেশ্য করে সমিতির সভাপতি আরও বলেন, সহপাঠীদের সাথে আরও বেশি যোগাযোগ বাড়ানো এবং নিজেদের অধিকার সর্ম্পকে নিজে ভালো করে জানুন সমবয়সীদের জানান।
এছাড়া স্বাস্থ্য এবং লিঙ্গ সমতা সর্ম্পকে আলোচনা করতে সকলকে উৎসাহিত করারও তাগিদ দেন তিনি।
তিনি বলেন, পরিবর্তনের পক্ষে সক্রিয় হোন যা সচেতনতা বৃদ্ধি করবে, ক্ষতিকারক রীতিনীতিকে বর্জন করুন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডটাইমসের প্রধান সুম্পাদক সৌমিত্র দেব। আরো উপস্থিত ছিলেন এফপিএবি জাতীয় কার্যনির্বাহী পরিষদের যুব সদস্য আসমা তানজিলা তিসা ও এফপিএবি’র বগুড়া শাখার সভাপতি জনাব মোঃ আতিকুর রহমান। এছাড়াও এফপিএবি জাতীয় কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, শাখার সভাপতি, জেলা কর্মকর্তা ও তারার মেলার সদস্যরা অনলাইনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফপিএবি’র জাতীয় কার্যনির্বাহী পরিষদের যুব সদস্য আসমা তানজিলা তিসা। এই গোলটেবিল বেঠকে আরও অংশ নেন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এফপিএবি-র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাগত সম্ভাষন ও তারার মেলা কার্যক্রমের সংক্ষিপ্ত তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন এফপিএবি-র প্রোগ্রাম অফিসার (যুব) হোসনে জাহান লিজা।
এফপিএবি তারার মেলার মাধ্যমে এক অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে যুব সমাজ এগিয়ে যাবে এবং একটি অগ্রসর, টেকসই ভবিষ্যতে অবদান রাখবে।