টাইমস নিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের জানাজা শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে আয়েজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন রাত ১০টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক আরেফিন সিদ্দিককে মৃত ঘোষণা করেন। মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
পরিবার সূত্র জানায়, অধ্যাপক আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গত ৬ মার্চ ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ তিনি পড়ে যান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি। কিন্তু তাঁর নামাজে জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে আয়োজনের অনুমতি পাওয়া যায় নি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাঁর ছাত্র ছাত্রীরা ।
মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,
অস্বাভাবিক হলো তার এতো বছরের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে তার জানাজা হতে না দেয়া। মসজিদ কারো নিয়ন্ত্রনের জায়গা নয়। পৃথিবীতে যে কোন মসজিদে মুসলিমের প্রবেশ করার ও জানাজা পাবার অধিকার আছে। কোনো কর্তৃপক্ষ এতে আদেশ নিষেধ দিতে পারেন না। যারা এখানেও রাজনীতি আমদানি করেন তাদের জন্য করুণা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.