Sharing is caring!

টাইমস নিউজ
আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে গণহত্যার বিচার দাবিতে সারা দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।
শুক্রবার (২১ মার্চ) সাড়ে ৮ টায় রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে দলটির আহবায়ক নাহিদ ইসলাম।
আখতার হোসেন বলেন, বাংলাদেশে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, আজ থেকে সাত মাস আগে বাংলাদেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে সে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।
তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারকার্য সম্পন্ন করবো। কিন্তু ভারত সরকার শেখ হাসিনাকে হস্তান্তর না করে ভার্চুয়ালি তাকে কথা বলার সুযোগ করে দিয়েছে। আমরা এনসিপির পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত অবস্থান ব্যক্ত করতে চাই।‘
আওয়ামী লীগ কোনও গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় মন্তব্য করে তিনি বলেন, ‘‘এটি একটি ফ্যাসিবাদী দল। আওয়ামী লীগের দল ও নৌকা মার্কার বিরুদ্ধে ‘৩৬ জুলাই’ এ দেশের ছাত্র-জনতা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। সারা দেশের সব ছাত্র-জনতাকে আমরা আহ্বান জানাই এনসিপির নেতৃত্বে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।’