টাইমস নিউজ
আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জের বাগডোকরা মোড় এলাকা থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাত থেকে সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করে এই পাঁচ জন। কিন্তু, কিছুতেই বাংলাদেশে ঢুকতে পারেনি। শুক্রবার ভোরে নজরে আসে স্থানীয় গ্রামবাসীদের। খবর পেয়ে বিএসএফ এসে তাদের পাঁচ জনকে পার্শ্ববর্তী সীমান্ত চৌকিতে নিয়ে যায়। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবি কর্মকর্তাদের হাতে তুলে দেয়।
আটক পাঁচ জন হলেন– আদম আলি (৪৭), আমিদা বিবি (৪০), রিয়া মণি (২৭), নূরজাহান (২৮) ও রোশনি (২৬)। তাদের মধ্যে প্রথম দুজন স্বামী-স্ত্রী, বাকি তিন জন তৃতীয় লিঙ্গের নাগরিক বলে জানা যাচ্ছে।
সূত্র জানায়, বিএসএফের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা বাংলাদেশি নাগরিক। তবে প্রত্যেকের কাছেই ভারতীয় পরিচয়পত্র, যেমন– আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ছিল বলে জানা যাচ্ছে। তাদের মধ্যে যে দম্পতি রয়েছেন তারা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিন জন তৃতীয় লিঙ্গের নাগরিকদের দুজনের বাড়ি ঢাকার মিরপুরে এবং একজনের নওগাঁয়।
এদিকে, কী করে তাদের হাতে ভারতীয় পরিচয়পত্র এলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
জানা গেছে, ওই বাংলাদেশি দম্পতি প্রায় ২০ বছর আগে ভারতে প্রবেশ করে দিল্লির জাহাঙ্গীরপুরে গিয়ে বসবাস শুরু করেছিলেন। সেই সময়ে যেহেতু নতুন করে আধার তৈরি হয়েছিল, সে কারণেই সেটাকে হাতিয়ার করে খুব সহজেই তারা প্রথমে আধার কার্ড এবং পরবর্তী সময়ে একে একে পরিচয়পত্রের অন্যান্য নথি তৈরি করে ফেলেছেন বলে মনে করা হচ্ছে। তারা সেখানে একটি মাছের আড়ত চালাতেন। পাশাপাশি বাকি তৃতীয় লিঙ্গের তিন জন আনুমানিক চার বছর আগে একই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন। তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করেছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.