টাইমস নিউজ
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জেএমএস গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা।
শনিবার (২২ মার্চ) সকাল ১০টা থেকে নগরের ফ্রিপোর্ট এলাকায় বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। পরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সমঝোতার পর দুপুর ১টার দিকে সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়।
কারখানাটি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত।
ফ্রিপোর্ট মোড়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করায় নগরের স্টিল মিল পর্যন্ত সড়কের উভয়পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে বন্দর-পতেঙ্গার সঙ্গে সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পতেঙ্গা এলাকার বিভিন্ন কনটেইনার ডিপো থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক-লরিও যানজটে আটকা পড়ে।
আন্দোলনকারী নুরুল ইসলাম নামে এক শ্রমিক বলেন, ‘আমরা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন পাইনি। এ ছাড়াও ঈদ বোনাস বাকি রয়েছে। সকালে কারখানায় এসে দেখি বকেয়া বেতন পরিশোধ না করে ৪৫ দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের বেতনের টাকা না দিয়ে বন্ধ ঘোষণা করায় সড়ক অবরোধ করা হয়েছে।’
পুলিশ জানায়, সকালে শ্রমিকরা জেএমএস গার্মেন্টেসে এসে দেখেন, কারখানা ৪৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন ওই কারখানার শ্রমিকরা।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, ‘জেএমএস গার্মেন্টেসের মালিকপক্ষ কারখানা ৪৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। এতে শ্রমিকদের বেতন বকেয়া থাকায় বিক্ষোভ করছেন। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.