টাইমস নিউজ
রাজধানী গত দুই দিনে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ৩৯৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত বৃহস্পতিবার ও শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ১১৬টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে ৩৩ জন ডাকাত, ২২ জন পেশাদার ছিনতাইকারী, ৪ জন চাঁদাবাজ, ১৮ জন চোর, ৫৫ জন মাদক কারবারি, ৭৩ জন পরোয়ানাভুক্ত আসামি ও অন্যান্য অপরাধে জড়িত অপরাধীরা রয়েছেন।
অভিযান চলাকালে ১০ রাউন্ড পিস্তলের গুলি, একটি চাপাতি, দুটি চাকু, একটি রামদা, একটি তলোয়ার, একটি কাটার, একটি ক্যারিং ব্যাগ, ২১টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, দুটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার এবং ৫ লাখ ৬২ হাজার ৬০০ টাকা ডিএমপি উদ্ধার করে। এছাড়া, মাদকদ্রব্য উদ্ধার হয়েছে—সাত কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৭৪৯ পিস ইয়াবা, ২০ গ্রাম হেরোইন, ছয় বোতল ফেন্সিডিল, সাত বোতল বিদেশি মদ, সাত ক্যান বিয়ার এবং ১৬টি মদের খালি বোতল।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা গেছে, রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে দুই দিনব্যাপী এই অভিযানে ৫০টি থানা এলাকায় ১৩৩৪টি টহল টিম কাজ করেছে। এর মধ্যে ৬৮০টি টিম রাতে এবং ৬৫৪টি টিম দিনে দায়িত্ব পালন করে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.