স্পর্শ বনিক, জবি প্রতিনিধি :
পবিত্র রমজান উপলক্ষে ঢাকা জেলায় অবস্থানরত শরীয়তপুর জেলার জাতীয়তাবাদী ছাত্রদের নিয়ে ঢাকাস্থ শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২শে মার্চ) রাজধানী নয়াপল্টনের বিএনপি অফিসের পশ্চিম পাশে শাংরি লা ইন রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।সভাপতিত্ব করেন ঢাকাস্থ শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরামের সভাপতি মো. শাহরিয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ, কেন্দ্রীয় ও শরীয়তপুর জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের আমন্ত্রিত নেতৃবৃন্দ, ও সাংবাদিকসহ প্রায় চার শতাধিক অংশগ্রহণকারী।অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক কাজী মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব বলেন, " বিগত বছর গুলোতেও ঢাকাস্থ শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হত। কিন্তু অনুষ্ঠান শেষে বাসায় ফিরতে পারব কী না তার কোন নিশ্চয়তা ছিল না । কিন্তু ৫ই আগষ্ট হাসিনার পতনের মাধ্যমে বাংলার মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে। খুব শীঘ্রই শরীয়তপুরের জাতীয়তাবাদী দলের নতুন কমিটি প্রদানের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম বেগবান করা হবে।"
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.