টাইমস নিউজ
জাসদের অনুসারী ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) নেতারা অভিযোগ করেছেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেননকে বিচারিক হত্যার ষড়যন্ত্র চলছে।
সংগঠনের নেতারা উল্লেখ করেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পর ২০২৪ এ বৈষম্যবিরোধীর ছদ্মবেশে, ছাত্র-জনতা ও তৌহিদি জনতার ছদ্মবেশে ষড়যন্ত্রের পথে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি রাষ্ট্র ক্ষমতা বেদখল করে বাংলাদেশকে মুছে দিয়ে, ব্যর্থ রাষ্ট্র বানিয়ে পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে।’
১৯৭১ সালের ২৩ মার্চ ঐতিহাসিক পল্টন ময়দানে কেন্দ্রীয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাব সামরিক কুচকাওয়াজের সঙ্গে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের বীরত্বপূর্ণ ঘটনার স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে রবিবার (২৩ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দেশ বাঁচাতে, শিক্ষা বাঁচাতে মবের মুল্লুকের অবসান করাই এখন দেশপ্রমিক ছাত্রদের একমাত্র দায়িত্ব।
সংগঠনের সভাপতি রাশিদুল হক ননীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, যুগ্মসাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর্জা মোহাম্মদ আনোয়ারুল হক, সাবেক সভাপতি শরিফুল কবির স্বপন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাবেক সভাপতি শামসুল আলম সুমন, সাবেক সভাপতি আহসান হাবিব শামীম, ছাত্রলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানাতুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি প্রমুখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.