প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ৭:১৩ পূর্বাহ্ণ
ঈদে আর বাড়ি ফেরা হলনা; লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত-৫ আহত-৯

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজারগামি বেপরোয়া গতির সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে লোহাগাড়াগামি টেকনাফ পরিবহনের একটি বাসের মূখোমূখী সংঘর্ষে ৫জন নিহত ও অন্তত ৯জন আহত হয়েছেন।
৩১মার্চ (সোমবার) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেন্জ কর্মকর্তার কার্য্যলয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনার কারনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঘন্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও চুনতি পুলিশ ফাঁড়ির টীম এসে যান চলাচল স্বাভাবিক করে।
দূর্ঘটনায় নিহতরা হলেন, লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আধাঁরমানিক এলাকার বাসিন্দা মোঃ আলমের পুত্র রিফাত(১৮) একই এলাকার বাসিন্দা সোনামিয়ার পুত্র আরাফাত(২১) সাতকানিয়া সতিপাড়ার মোঃ ছিদ্দিত(২৮) লোহাগাড়া উপজেলার নাজিম উদ্দীন ও নেজাম উদ্দীন।
নিহতরা সবাই কক্সবাজারের টেকনাফ কোটবাজার এলাকার ব্যবসায়ী, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা ছিলেন। পরিবারের সাথে ঈদ করতে যাবার পথে দূর্ঘটনায় পতিত হয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র জানান, আজ ভোরে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের সাথে চট্টগ্রাম অভিমূখী টেকনাফ পরিবহনের একটি বাসের মূখোমূখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্হল থেকে পাচঁ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতদের মধ্যে অন্তত নয় জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এদের মধ্যে সাজ্জাদ হোসেন,আসিফ তালুকদার,সোহান তারিফ ও সাইফুল ইসলাম এর অবস্হা আশংকাজনক।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ঘটনাস্হলে আমাদের টীম পাঠানো হয়েছে, লাশ ও দূর্ঘটনাকবলিত বাসগুলো থানায় আনা হচ্ছে।লাশগুলো আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.