Sharing is caring!

টাইমস নিউজ
ভারতে হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু বাংলাদেশ দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে না, তাদের বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে হবে। আগামী ৯ এপ্রিল লাহোরে পর্দা উঠবে বিশ্বকাপ বাছাইয়ের।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এই বাছাইপর্বকে কতটা গুরুত্ব দিচ্ছেন, সেটি আগের দিন তার সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার দেশ ছাড়ার আগে নারী দলের কোচ সারোয়ার ইমরান তারই কথার পুনরাবৃত্তি করলেন।
রাউন্ড রবিন পদ্ধতিতে হবে ৬ দলের বিশ্বকাপ বাছাই পর্ব। পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকা দুটি দল জায়গা করে নেবে ভারত বিশ্বকাপে। খেলতে হবে থাইল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের বিপক্ষে। ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মাঠের লড়াই শুরু হবে। পাঁচটা ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছে বাংলাদেশের মেয়েরা। দলের নতুন যুক্ত হওয়া কোচ সারোয়ার বলেছেন, ‘সেখানে (পাকিস্তানে) আমাদের পাঁচটা ম্যাচ আছে। আমরা ম্যাচ ধরে ধরে এগিয়ে পাঁচটাই জিততে চাই।’
বাছাইপর্ব বাংলাদেশের জন্য মোটেও সহজ নয়। বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে। দিবারাত্রির ম্যাচটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৩ এপ্রিল। একই মাঠে ১৫ এপ্রিল স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। দুটি কঠিন ম্যাচে ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশ খেলবে।
দলটির কোচ এনিয়ে বলেছেন, ‘দুটি শক্তিশালী দল আছে আমাদের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। অন্য দলগুলো যেমন আয়ারল্যান্ড, তাদেরও ছোট করে দেখছি না। আমরা সবার সঙ্গে লড়াই করে একের পর এক ম্যাচ জিতে বিশ্বকাপে উঠতে চাই।’
পাকিস্তানের ব্যাটিংবান্ধব উইকেটে ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও দারুণ কিছু যে করে দেখাতে হয়, সেভাবেই মিরপুরে প্রস্তুতি ক্যাম্প হয়েছে বলে জানালেন সারোয়ার, ‘আমরা এ ব্যাপারে ওয়াকিবহাল। আমাদের যে ক্যাম্প হয়েছে, আমরা বিশেষ এই কাজগুলো করেছি। ব্যাটিং উইকেটে কীভাবে বোলিং করতে হবে, কীভাবে ব্যাটিং করতে হবে, স্ট্রাইকরেট কেমন হবে সেগুলো অনুশীলন করিয়েছি। ব্যাটিং উইকেট হলে এখানে (পাকিস্তানে) ২৫০-এর বেশি রানের উইকেট হবে। ব্যাটাররা পারবে বলে আমি আশা করছি।’
এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।