লন্ডন থেকে আজিজুল আম্বিয়া ,
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সিলেটের পাঠানতুলার বাসায় ছাত্রদলের হামলার প্রতিবাদে ইস্ট লন্ডনের ক্যাপে গ্রিল রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। বুধবার সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি হামলার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, গত ৫ আগস্টের ধারাবাহিকতায় সিলেট জেলা বিএনপি নেতা কয়েস লোদির উস্কানিতে, সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী তার বাসায় হামলা চালায়। তারা বাড়ির বিভিন্ন অংশ ভাংচুর করে, লুটতরাজ চালায় এবং অগ্নিসংযোগ করে। পরে স্থানীয় জনগণ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হামলাকারীরা তার বাড়ির কেয়ারটেকারকেও মারধর করে আহত করে।
তিনি বলেন, "এই হামলা প্রমাণ করে যে বর্তমানে দেশে আইনশৃঙ্খলার কোনো নিয়ন্ত্রণ নেই। আমার রাজনৈতিক পরিচয়ের কারণে কারও সাথে মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত বাসায় হামলা চালানো হবে, তা কখনো কল্পনাও করিনি।"
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আওয়ামী লীগের অন্যান্য নেতা, সাবেক এমপি শফিউল আলম নাদেল, সাবেক সাংসদ রঞ্জিত সরকার, কাউন্সিলর রুহুল আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা শাফায়েত খান ও শফিকের বাসায়ও একই ধরনের হামলা, ভাংচুর ও লুটতরাজ চালানো হয়েছে।
তিনি বলেন, "আমি একজন নির্বাচিত মেয়র হয়েও যদি আমার বাসা নিরাপদ না থাকে, তাহলে সাধারণ জনগণ কীভাবে নিরাপদ থাকবে?" তিনি আরও অভিযোগ করেন যে, পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতেই হামলাকারীরা মিছিল সহকারে তার বাড়িতে আক্রমণ চালিয়েছে।
সিলেটের রাজনীতিতে সম্প্রীতির যে ঐতিহ্য বহমান ছিল, তা আজকের এই হামলা কলুষিত করেছে বলে মন্তব্য করেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, "তারা প্রমাণ করলো যে তারা সিলেটে শান্তি চায় না। আমি এই হামলার বিচার জনগণের কাছে ছেড়ে দিলাম।"
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.