আজ শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মোদির সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

editor
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ণ
মোদির সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

Sharing is caring!

টাইমস নিউজ 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে সাংগ্রিলা হোটেলে এ বৈঠক শুরু হয়।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে। যদিও মূল সম্মেলনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। তবুও বাংলাদেশ ও ভারতের মানুষের দৃষ্টি রয়েছে এ বৈঠকে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) প্রফেসর মুহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদিকে বিমসটেক নৈশভজে একই টেবিলে পাশাপাশি বসতে দেখা যায়। দুই দেশের প্রধানদের এই বৈঠক নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। তবে আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করে বৈঠকের বিষয়ে জানাতে পারেনি। প্রধান উপদেষ্টার সঙ্গে এই প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন ভারতের প্রধানমন্ত্রী।

 

দুই দিনের সফরে থাইল্যান্ড গিয়েছেন প্রধান উপদেষ্টা। বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককে অবস্থান করছেন তিনি। শুক্রবার বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী।