টাইমস নিউজ
মৌলভীবাজার জেলা বারের আইনজীবী এডভোকেট সুজন মিয়া কিশোর গ্যাংয়ের হাতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
তিনি শহরের পূর্ব হিলালপুর এলাকার বাসিন্দা ।
রোববার ( ৬ এপ্রিল) রাত ১১ টার দিকে শহরের পৌরসভার সামনে ফুসকার দোকানের সামনে এ ঘটনাটি ঘটে ।
নিহত অ্যাড. সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মোঃ মাহবুবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে পৌরসভা প্রাঙ্গণে একটি ফুচকার দোকানে সামনে ছিলেন অ্যাড. সুজন মিয়া। সেখানে কিশোর গ্যাং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামিদের তথ্য খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী , কিশোর গ্যাং হলো এমন একটি দল বা গোষ্ঠী, যেখানে সাধারণত কিশোররা (১২ থেকে ১৮ বছর বয়সী) একত্রিত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করে। এসব গ্যাং সাধারণত শহরাঞ্চলে কাজ করে এবং তারা বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকে, যেমন চুরি, মারামারি, মাদক বিক্রি, ছিনতাই ইত্যাদি। কিশোর গ্যাংগুলি কখনও কখনও রাজনৈতিক বা সমাজিক সমর্থনও পেয়ে থাকে, যা তাদের কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করতে সহায়তা করে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.