টাইমস নিউজ
ভোলায় জনম যার, শতমুখি গর্ব তার- এই প্রত্যয়ে নদীমাতৃক গণমাধ্যমকর্মীদের সংগঠন ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী সভা ২০২৫ হয়েছে।
৬ এপ্রিল রোববার বিকেলে ভোলার লালমোহন ফুডপ্লেস চাইনিজ রেস্তোরাঁয়, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি , দৈনিক ভোরের আকাশের কোস্টাল করেসপন্ডেন্ট ও রেড টাইমসের স্টাফ রিপোর্টার প্রভাষক কবি রিপন শান এর সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদোত্তর সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- ভোলা দক্ষিণ প্রেসক্লাবের অন্যতম সহ-সভাপতি দৈনিক ভোরের দর্পণের ভোলা জেলা প্রতিনিধি কবি এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোচিত কণ্ঠের লালমোহন প্রতিনিধি প্রভাষক মোসলেউদ্দিন মুরাদ, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক দৈনিক বাংলাদেশ বাণীর চরফ্যাসন প্রতিনিধি প্রভাষক মু. নুরুল্লাহ আরিফ, অর্থ সম্পাদক দৈনিক আমাদের বরিশাল এর লালমোহন প্রতিনিধি মিজান হাওলাদার, নির্বাহী সদস্য দৈনিক মুক্ত আলোর বোরহানউদ্দিন প্রতিনিধি আখতার হোসেন শাকিল, সদস্য ঢাকার নিউজের লালমোহন প্রতিনিধি প্রভাষক মাহে আলম আখন, সদস্য ডেইলি কান্ট্রি টুডে'র চরফ্যাসন প্রতিনিধি প্রভাষক মোঃ সিরাজ মাহমুদ, সদস্য দৈনিক ভোলার বাণীর লালমোহন শহর প্রতিনিধি জাকির হোসেন জুয়েল প্রমুখ।
উপস্থিত ছিলেন- ভোলা দক্ষিণ প্রেসক্লাবের অন্যতম সহ-সভাপতি সমাজকর্মী ও সাংবাদিক হেলাল উদ্দিন নয়ন, সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও সিএনএন বাংলা টিভির নিজস্ব প্রতিনিধি মেহেদী হাসান মোরশেদ, সদস্য ও দৈনিক মর্নিং পোস্ট এর লালমোহন প্রতিনিধি প্রভাষক হাবিবুর রহমান, সদস্য দৈনিক ভোলার কাগজের লালমোহন প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, দৈনিক তারুণ্যের বার্তার বোরহানউদ্দিন প্রতিনিধি অঞ্জন কুমার দে, সাংবাদিক তামীম ইসলাম সহ ভোলা দক্ষিণ প্রেসক্লাবের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ।
পুনর্মিলনী সভায় ভোলা দক্ষিণ প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন- দেশ ও দশের জন্য নিবেদিত আমরা একটি মানবিক প্লাটফর্ম । প্রফেশনাল সাংবাদিকতার পাশাপাশি আমরা ভোলা দক্ষিণ প্রেসক্লাব আর্থ সামাজিক মানবকল্যাণমুখী কার্যক্রমে প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা সোচ্চার। গুণীজনকে সম্মানপ্রদান, শীতার্তকে কম্বল বিতরণ, নিপীড়ত নির্যাতিত মানুষের সুখ দুঃখ আশা নিরাশার সাথে সহমর্মিতা পোষণ করে কলম ও কণ্ঠের সদ্ব্যবহারে আমরা অবিচল। আমরা বিশ্বাস করি- সৃষ্টির পাশে দাঁড়ালে মহান স্রষ্টাও আমাদের পাশে দাঁড়াবেন । ভোলা প্রেসক্লাবসহ ভোলার অন্য কোনো প্রেসক্লাবের সাথে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, শত্রুতা নেই। ভোলা সদর বাদে সেই ঐতিহাসিক দৌলতখান থেকে শুরু করে উপকূলীয় চরকুকরি পর্যন্ত আমাদের যে সাংগঠনিক বেষ্টনী আমরা সেই সৌহার্দ্যকে ভোলাবাসীসহ বিশ্ববাঙালির মঙ্গলে ব্যয় করতে চাই । শুভকাজে আমাদের সকল হাত এক হয়ে যায় । আমরা গালাগালি চাই না ; গলাগলি চাই ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.