প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৯:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ২:১৫ অপরাহ্ণ
একবার প্রধানমন্ত্রী হলে পরে রাষ্ট্রপতি নয়, ঐকমত্য কমিশনকে এনসিপি

নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ঐকমত্য কমিশনে সংস্কার বিষয়ে যে মতামত আমরা দিয়েছিলাম, সেই বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে।
আজ শনিবার (১৯ এপ্রিল) সব আলোচনা শেষ হয়নি, আলোচনা চলমান থাকবে।
নাহিদ বলেন, আমরা বলেছি রাষ্ট্রের মৌলিক সংস্কার করে আমরা গণতান্ত্রিক কাঠামোতে প্রবেশ করতে পারবো। দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না; একবার প্রধানমন্ত্রী হলে পরে রাষ্ট্রপতি হতে পারবেন না; সাংবিধানিক কাউন্সিল সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেবে- এসব বিষয়ে আলোচনা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সংবিধানে মূলনীতির মাধ্যমে দলীয় মূলনীতি প্রবেশ করানো হয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, সংবিধানের মূলনীতির প্রয়োজন আছে কি না, বিষয়টি বলেছি। বাহাত্তরের মূলনীতি এবং দলীয় মূলনীতি বাদ দিতে হবে।
বৈঠকে দলটির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.