প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৭:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৩:১১ অপরাহ্ণ
চট্টগ্রামে পেট্রোলবোমা হামলায় দগ্ধ ২

নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম নগরের চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দুই নারী দগ্ধ হয়েছেন।
রোববার (২০ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে মুরাদপুর-অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকার তিন রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে রয়েছেন লায়লা বেগম (৫০) ও তার পুত্রবধূ ঝর্ণা বেগম (৩০)। আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে লায়লা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম। তিনি বলেন, দুইজনই পেট্রলবোমার আঘাতে দগ্ধ হয়েছেন।
দগ্ধ লায়লার স্বামী মো. আব্বাস জানান, তারা কক্সবাজারের কুতুবদিয়ার একটি মাজারে যাওয়ার উদ্দেশ্যে রাউজান থেকে সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন।
পথিমধ্যে আতুরার ডিপো এলাকায় পৌঁছালে সড়কে আগুন দেখতে পান। চালক পাশ কাটিয়ে অটোরিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ মুখোশ পরা তিনজন ব্যক্তি গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে।
এতে অটোরিকশার পেছনের আসনে থাকা লায়লা বেগম ও তার পুত্রবধূ ঝর্ণা দগ্ধ হন। মো. আব্বাস আরও জানান, লায়লার শ্বাসনালি পুড়ে গেছে এবং তার দুটি আঙুলও দগ্ধ হয়েছে।
পেছনের সিটে থাকা অপর পুত্রবধূ সাদিয়া অক্ষত রয়েছেন। সামনের আসনে বসা ছিলেন তিনি নিজে, তার ছেলে ও চালক।
অটোরিকশার চালক মো. জামি বলেন, হামলার পর তিনি কিছু দূর গিয়ে গাড়ি থামান এবং আহত যাত্রীদের শরীরে পানি ঢেলে দেন। গাড়ির ভেতর থেকে পেট্রলবোমার কাচের টুকরাও উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. এস খালেদ জানান, লায়লার শ্বাসনালি পুড়ে গেছে।
তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঝর্ণাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.