প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ২:২৪ অপরাহ্ণ
দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান
সালেহ আহমদ (স'লিপক):
দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান।
শনিবার (১৬ নভেম্বর) সকালে বাংলাদেশ বিমানের (ইএ২০২) ফ্লাইটযোগে লন্ডন থেকে সিলেট বিমানবন্দরে আসেন তিনি। বিমানবন্দরে বিএনপির অসংখ্য নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানস্থ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন।
এসময় সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এম নাসের রহমান, ভিপি মিজানুর রহমান মিজান সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি নিজ বাড়িতে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন। এসময় বিএনপির শতাধিক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
দীর্ঘদিন পর দেশে ফেরার প্রতিক্রিয়ায় মাহিদুর রহমান বলেন, আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। আমার নিকটাত্মীয় কয়েকজনকে দেশের মাটিতে জানাজা পরে কবর দিতে পারিনি। শেখ হাসিনা সরকারের বাঁধার কারণে আসতে পারিনি। ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে দীর্ঘ ১৭ বছর পর আমি দেশে ফিরলে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও রাজনৈতিক নেতাকর্মী সহ সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হলো। এটা ভেবে আমি খুবই এক্সাইটেড।
তিনি জানান, সারাদেশের বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে ক্রমান্বয়ে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন। ওয়ান-ইলেভেনের পর থেকেই যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে আওয়ামী লীগ সরকার বিরোধী নানা কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আলোচনায় ছিলেন বিএনপি নেতা মাহিদুর রহমান। ২০২৩ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে সফরকালে ওয়াশিংটনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন তিনি।
বিএনপির ডাকসাইটে এই নেতার স্বদেশে আগমন উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ছিল। বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে সিলেটের স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিমানবন্দরের টার্মিনাল ভবনের সামনে মাহিদুর রহমানকে স্বাগত জানান। এদিকে গভীর রাত পর্যন্ত সিলেট বিভাগের নেতাকর্মীরা মাহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.