প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ২:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ২:৪৪ অপরাহ্ণ
ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষে আহত ৫, দুই দিনের বন্ধ

নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তারা প্রত্যেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।
এছাড়াও সংঘর্ষ ও সহিংসতা এড়াতে আগামী দু’দিন ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ এম মোবারক হোসাইন এ তথ্য জানান।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে উদ্ধার করে তাদেরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তারা হলো, ঢাকা কলেজের মো. নাজমুস সাকিব (১৮), রাজিন(১৮), মো, শামীম(১৮), চন্দ্রিমা মার্কেটের কর্মচারী সানি(৩০) ও শিক্ষার্থী মো সিয়াম (১৭)।
ঢাকা সিটি কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ এম মোবারক হোসাইন জানান, কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে পুরো বিষয়টি এখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছেড়ে দিতে হবে।
সিটি কলেজের অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তার জন্য প্রশাসনের কাছে আমরা বিচার দিয়েছি। তারাই আমাদের ক্ষতিপূরণ নিশ্চিত করবেন। পরবর্তী সময়ে যেন কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয় সেজন্য বুধবার ও বৃহস্পতিবার কলেজ বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান তিনি।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানায়, গতকাল সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের কয়েকজন শিক্ষার্থীকে মারপিট করে। তারই জেরে আজকে এই ঘটনা ঘটে থাকতে পারে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কলেজ ও সিটি কলেজে সংঘর্ষে এখন শিক্ষার্থীসহ আহত ৫ জন হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন।
তাদের মাথায় আঘাতের চিহ্ন এবং সিটি কলেজের শিক্ষার্থীর শামীমের কোমরে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.