ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) :
চট্টগ্রামের লোহাগাড়ার উল্লেখযোগ্য বালুখেকোদের আস্তানা চুনতি অভয়ারন্য এলাকা, বন বিভাগের বিভিন্ন এলাকা ও চুনতি লম্বাশিয়ায় পাহাড় কেটে বালু উত্তোলনের স্থান পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (২৪এপ্রিল) দুপুরে তিনি এসব এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক অঞ্চল ঢাকা এর বন সংরক্ষক সানাহ উল্লাহ পাটোয়ারী, চট্টগ্রাম অঞ্চলের সিএফ মোল্যা রেজাউল করিম, কক্সবাজারের উত্তরের ডিইপো মারুফ হোসেন, চট্টগ্রাম বিভাগীয় বন্য প্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ, উপকূলীয় বনবিভাগ চট্টগ্রামের ডিইপো বেলায়েত হোসেন,লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামু্ল হাছান, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আতিকুল ইসলাম, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল ইসলাম, চট্টগ্রামের বন্যপ্রানী জীববৈচিত্র্যে কর্মকর্তা নূর জাহান, দ্বিপান্বিতা ভর্টাচার্য্য,চট্টগ্রাম দক্ষিণের রেঞ্জ কর্মকর্তা আবির হাসান, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রবিউল ইসলাম খাঁন,চুনতি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা গাজি বাহার উদ্দিন, চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হোসেন, জলদি বন্যপ্রানী রেঞ্জ অফিসার আনিচ্ছুজ্জামান শেখসহ অন্যন্যা কর্মকর্তারা,বনবিভাগের স্টাফরা উপস্থিত ছিলেন।