গোলাম ইরম সামসাদ
মোস্তফা সরয়ার ফারুকী পদত্যাগ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি তথ্য ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্টচেক করে জানা গেছে, ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয়। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মন্ত্রণালয়ে গিয়ে তাকে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে দেখা যায়।
‘কোটায় হামলাকারীদের শনাক্ত’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘নয়ন তারা’ নামের একটি আইডি থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘আলহামদুলিল্লাহ, খুশির দিন! ফারুকী আউট, মাহাতাব স্যার ইন!’ একই গ্রুপে হাবিবুল্লাহ ওসামা নামের আইডি থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘আলবিদা ফারুকী! আলহামদুলিল্লাহ’।
মো. মুনসুর ব্যাপারী নামের অপর ফেসবুক আইডি থেকে করা পোস্টে বলা হয়েছে, ‘আলহামদুলিল্লাহ, খুশির দিন! ফারুকী আউট, আসিফ মাহাতাব ইন!’
ফেসবুকে ছড়িয়ে পড়া এই তথ্যের বিষয়ে উপদেষ্টার একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো. আবদুল মালেক বলেন, ‘এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। উপদেষ্টা মহোদয় তাঁর কাজে ব্যস্ত রয়েছেন।’
গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা হিসেবে শপথ নেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক একাউন্টে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং তাঁর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে ছবি পোস্ট করে জানিয়েছেন, 'আগামীকাল সোমবার ফারুকী প্রধান উপদেষ্টার সঙ্গে কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করবেন।'
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.