Sharing is caring!

জাফর ইকবাল, মৌলভীবাজার থেকে,
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় দিনেশ চন্দ্র সরকার (৭০) এক পল্লী চিকিৎসক মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের রেলগেটের সামনে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্ত:নগর পাহাড়িকা ট্রেনের ধাক্কায় তিনি মারা যযান।
ঘটনার পর মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের তার ছবি দেখে স্বজনা পরিচয় নিশ্চিত করেন। নিহত দিনেশ চন্দ্র সরকার মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট এলাকার বাড়ইকোনা গ্রামের বাসিন্দা মৃত যোগেশ চন্দ্র সরকারের পুত্র। তবে তিনি কি কারণে শ্রীমঙ্গলে এসেছিলেন তা জানাযায়নি।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুধ আহমদ বলেন, মৃত ব্যক্তি মরদেহ শনাক্ত করা হয়েছে। তার আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা শ্রীমঙ্গলে এসে মরদেহ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।