আজ বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই: উমামা

editor
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫, ০২:৫৫ অপরাহ্ণ
এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই: উমামা

Oplus_16908288

Sharing is caring!

সদরুল আইনঃ
নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।
সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
উমামা লিখেছেন, ‘সবার উদ্দেশে একটি ছোট ঘোষণা—আমি এনসিপির সঙ্গে কোনোভাবে যুক্ত নই।’
তিনি আরও বলেন, ‘আমার অনেক পরিচিত মানুষ এই দলটির সঙ্গে থাকলেও, ব্যক্তিগতভাবে আমার এর সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই।’
এনসিপি সংশ্লিষ্ট পরামর্শ, আলোচনায় আমন্ত্রণ বা প্রস্তাবনা তার কাছে না দেওয়ার অনুরোধ জানিয়ে উমামা লেখেন, এতে আপনার, আমার দুইজনেরই সময় বাঁচবে।