প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৬:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৩:২০ অপরাহ্ণ
মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

সালেহ আহমদ (স'লিপক):
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামাআতের নিবেদিত কর্মী, মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিনকে কুখ্যাত সন্ত্রাসী দ্বারা পরিকল্পিত ভাবে নির্যাতন ও কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুর সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুষিদের গ্রেফতার ও বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবীতে প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে আহলে সুন্নাত ওয়াল জামাআত, ফ্রন্ট, ছাত্রসেনা, মৌলভীবাজার জেলা আয়োজিত বিক্ষোভ পূর্ব প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে মাওলানা আব্দুল মুহিত হাসানীর সভাপতিত্বে ও ছাত্রনেতা জুবেল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন মোঃ জামাল উদ্দিন আহমদ, কাজী কুতুব উদ্দিন আহমেদ, মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল আবেদী, মাওলানা শফিকুল হাসান রেজভী, ছাত্রনেতা মুহাম্মদ ওলীউর রহমান, মাওলানা সিদ্দিকুর রহমান, সালেদুল ইসলাম, মোঃ সালেহ আহমদ, আব্দুছ ছাত্তার মুর্শেদ, মোঃ রাসেল মোস্তফা, মাওলানা দেলোয়ার হোসেন আলকাদরী, জুবায়ের আহমদ, মুহাম্মদ আব্দুল হক, হাফিজ সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, জাকির হোসেন শাকিব প্রমূখ।
এসময় আহলে সুন্নাত ওয়াল জামাআত, ফ্রন্ট, ছাত্রসেনা, মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ সহ সমমনা বিভিন্ন সংগঠন এবং মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গাজীপুরে মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিনকে তার রুম থেকে ডেকে নিয়ে কিছু মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়ে মব সৃষ্টি করে কয়েক ধাপে প্রহার করে প্রকাশ্যে প্রাণে মেরে ফেলা হলো। মানুষের জীবনের মূল্য কি এতটাই তুচ্ছ যে, যখন খুশি তখন তথাকথিত মব জাস্টিসের নামে হায়নার মত ঝাঁপিয়ে পরবে। এ কোন বাংলাদেশে আমরা বসবাস করছি।
বক্তারা আরো বলেন, পুলিশ একজন নাগরিকের মৌলিক অধিকার চিকিৎসা থেকে তাঁকে সম্পূর্ণরূপে বঞ্চিত করেছে। যদি পুলিশের পক্ষ থেকে যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করা হতো তাহলে হয়তো আজকে এমন নির্মম হত্যার মুখোমুখি হতে হতো না। স্বৈরাচার পতনের পর পুলিশী ব্যবস্থার যে আমূল পরিবর্তন আমরা চেয়েছিলাম তার উল্লেখযোগ্য বাস্তবায়ন হয়নি বলেই আজকে মব ভায়োলেন্সে নাগরিকের প্রাণহানির সাথে পুলিশের পেশাদারিত্বের অভাবজনিত যোগাযোগ দেখা যাচ্ছে। বক্তারা, অত্যন্ত ক্ষোভের সাথে এই ঘটনার তীব্র নিন্দা এবং এই নির্মম হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
পরে এক বিক্ষোভ মিছিল চৌমুহনী গিয়ে সমাবেশের সমাপ্তি করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.