আজ বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জান্নাতুল বাকিতে ডা. রাশেদার দাফন সম্পন্ন

editor
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ণ
জান্নাতুল বাকিতে ডা. রাশেদার দাফন সম্পন্ন

Sharing is caring!

 

নিজস্ব প্রতিবেদক

মদীনা মনোয়ারার জান্নাতুল বাকিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার ডা. রাশেদা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। পবিত্র ওমরাহ হজ্জ পালনের জন্য তিনি সৌদী আরবে গিয়ে অসুস্থ্য হয়ে যান এবং ২০ নভেম্বর ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি ৩ কন্যা, ২ জামাতা, ২ নাতিসহ নতুনধারার অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, তিনি নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর শাশুড়ি ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার মা । ডা. রাশেদা বেগম ঢাকা ও ফেনীতে মসজিদ-মাদ্রাসা-শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে দাতা সদস্য হিসেবে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ। এছাড়াও শোক জানিয়েছেন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, বাংলাদেশ প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান রিপন শান, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সহ-সভাপতি রেজাউল করিম প্রামাণিক, জাতীয় সাংস্কৃতিকধারার সাধারণ সম্পাদক কবি বিমল সাহা, জাতীয় শ্রমিকধারার সভাপতি রুবেল আকন্দ, জাতীয় মহিলাধারার সাধারণ সম্পাদক শাহনাজ সাথী প্রমুখ ।