Sharing is caring!
রেশিয়া খান
মানুষের প্রতি সবসময় চেষ্টা করি সম্মান ও শ্রদ্ধা রেখে চলতে I তেমন একেবারে ছোট খাটো কোন বিষয়ে কখনোই তর্কে জড়ানো আমার অভ্যাস নয় কিংবা পছন্দ করি না I আমার মায়ের কাছে ছোট বেলা শুনে আসছি তর্ক করে মূর্খ এবং আমি নিজে ও তাই মনে করি I তাই জীবনে চলার পথে অনেক সময় বন্ধু আত্মীয় কিংবা যে কোন পরিস্থিতিতে ভালো লাগে না যদি কোন বিষয়ের উপর চুপ করে থাকি I কথা বাড়িয়ে তর্ক করি না বিনয়ের সহিত চেষ্টা করি নিজের মতামত পেশ করি এই আমার স্বাভাব I আশা করি আমার কথা গুলি বুঝাতে পেরেছি , কারন এর পিছনে একটা গল্প বলবো যা আমাকে বিষম ভাবে আন্দোলিত করছে এবং পীড়া দিচ্ছে কয়দিন থেকে I
প্রথমত আমি নিজেকে ধন্য মনে করি আমি সিলেটি পুড়ি, বাবা শাহজালাল এর পূণ্যভুমিতে আমার জন্ম I এটা আমার জন্য বড় পাওয়া, মনে সবসময় আলাদা শান্তি অনুভব করি I তবে বাংলার যেকোনো জায়গায় জন্ম হলেও আল্লাহ্র দরবারে শুকরিয়া আদায় করতাম I
বলতে গিয়ে অনেক কথা চলে আসে কথার সাথে কথা বাংলা ভাষার কথা I
আমরা সবাই অবগত আছি বইয়ের ভাষার সাথে সিলেটি ভাষা একরকম না I এমন কি বাংলাদেশের অন্যান্য জেলার ও নিজস্ব আঞ্চলিক ভাষা আছে এবং ব্যাবহার করে I বরিশাল, নোয়াখালী, চিটাগাং সব জায়গার নিজস্ব স্থানীয় কথা বলে যেমনটা সিলেটি ভাষায় আমরা কথা বলি I
এই নিয়ে সেদিন কথা প্রসংগে চলে এসেছে সিলেটি ভাষার এবং এই জেনারেশনের ছেলে মেয়ের শুদ্ধ বাংলা শিক্ষা নিয়ে I
দুই তিনজন আমরা ছিলাম সবাই সিলেটি তাই আমি ঠিক ভাবে নিতে পারছিলাম না I সিলেটি হয়ে আমরা সিলেটি ভাষা ছোট করে দেখা একেবারেই লজ্জাজনক I একসময় ছিলো সেদিন আর নাই এখন সিলেটি ভাষা বিশ্বের বুকে স্বীকৃত প্রাপ্ত আলাদাভাবে পরিচিত ভাষা I আমার ভালো লাগে নাই কথা গুলো তাই আজ সবার সাথে শেয়ার করার ইচ্ছা পোষণ করে আমার এই লিখা I
হ্যাঁ আমাদের ছেলে মেয়েরা ব্রিটেনের জন্ম বড় হওয়া পড়াশোনা চাকুরী সব কিছু এই খানে তাই তাদের শুদ্ধ বাংলা শিক্ষা নিয়ে চিন্তার বিষয় নয় I যদি ওরা বাংলায় কথা বলতে পারে তাই যথেষ্ট আমি মনে করি I হউক সিলেটি অসুবিধা কোথায়? তবে কেউ যদি অফিসিয়াল কাজে জড়িত বাংলা ভাষার ব্যাবহার করা জরুরী সে নিশ্চয়ই শিখে নিতে পারবে এটা তার জন্য কঠিন কিছু না I তবে সিলেটি নিজে হয়ে সিলেটি ভাষার প্রতি সম্মান রাখা গুরুত্বপূর্ণ আমি মনে করি I
বাংলার ভাষার কদর যেমনি বিশ্বের বুকে স্বীকৃত প্রাপ্ত ভাষা তেমনি সিলেটি বাংলা ও বিশ্বের বুকে স্বীকৃত প্রাপ্ত ভাষা I আমার বন্ধু হয়তোবা জানেন না তাই সিলেটি ভাষা নিয়ে সংকোচ অনুভব করছেন I তর্কে জড়ানো আমার ভালো লাগে না তাই পুষে রাখতে চেয়ে পারলাম না I
লিখে নিজেকে হালকা করলাম I
আমি কারো চিন্তা ভাবনাকে ছোট করে দেখিনা উনার চিন্তা আমার চিন্তা এক নয় I আমার আবেগের জায়গা থেকে আমার লিখা I আমার সোনার বাংলাদেশ আমার বাংলা ভাষা প্রাণের ভাষা I এই ভাষার জন্য রাজপথে রক্তের বন্যা বয়েছিলো I শহীদের রক্তের বিনিময় বাংলাভাষা অর্জন করেছিলাম আমরা I শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা I
দক্ষিণ লন্ডন থেকে