কামরুজ্জামান হিমু
বিনোদন সাংবাদিকদের অন্যতম সংগঠন সিজেএফবি থেকে আজীবন সম্মাননা পাচ্ছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শফিক রেহমান। খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনটির সহ-সভাপতি রাসেল আজাদ বিদ্যুত।
বিজয়ের মাস ডিসেম্বরে ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডস-র ২৩তম আসরে শফিক রেহমানের হাতে এ সম্মাননা তুলে দেয়া হবে।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শফিক রেহমানের পাশাপাশি পুরস্কার পাচ্ছেন ২০২৩ সালে বিনোদনের বিভিন্ন মাধ্যমে আলো ছড়ানো তারকারা। আগামী ২৮ ডিসেম্বর ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডসের এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, শফিক রেহমান সাংবাদিক, উপস্থাপক ছাড়াও একজন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক। এছাড়া সাপ্তাহিক যায়যায়দিন এবং পরে দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।
'মৌচাকে ঢিল' নামে একটি পাক্ষিক পত্রিকা সম্পাদনা কাজেও জড়িত ছিলেন তিনি। ক্যারিয়ারে কাজ করেছেন একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবেও। তবে দর্শক মহলে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন 'লাল গোলাপ' অনুষ্ঠানটি উপস্থাপনা করে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.