উৎসর্গ : মুক্তিযুদ্ধের অনন্য শিল্পী লুবনা মারিয়াম
রণক্ষেত্রে অভিমন্যু
রণক্ষেত্রে অভিমন্যু প্রতিপক্ষ রাবার বুলেট
গাঢ় নীল অমাবস্যা চক্রব্যুহ রচনা করেছে ।
আকাশে শিশির জল
লাল রক্ত
ঘাসের শরীরে ,
উদ্ধত বীরের মাথা মাটিতে লুটায় ধীরে ধীরে ।
বিদেশি শাসক নেই
দেশের মাটিতে
এভাবে কারোর মৃত্যু কামনা করি না ।
১৯ জুলাই ২০২৪
বৃষ্টি পড়ছে
বৃষ্টি পড়ছে
মুছে যাবে রক্তের দাগ
বৃষ্টি পড়ছে
ধুয়ে যাবে সবটুকু রাগ
বৃষ্টি শেষ হলে
ভেজা থাকে কিছু কিছু ঘাস
বৃষ্টি শেষ হলে
নীল হয়ে যায় ইতিহাস।
দশটি টগর পাঁচটি গোলাপ
দশটি টগর পাঁচটি গোলাপ
ফুল বাগানে
কি চাইছে , কেন চাইছে ,কাকে চাইছে
কেউ তা জানে না কেউ তা জানে না
কেউ তো জানে না ।
দশটি টগর পাঁচটি গোলাপ
ফুল বাগানে
এক সাথে ছিল সবার সঙ্গে
সবাই তো আছে
শুধু তারা নেই , কোন সে কারণে ?
শহরের লোক
শুনশান রাত
গুলশান থেকে বাড্ডা
হাতির ঝিলের
পাশে বসেছিল আড্ডা ।
এমন সময়
গুলির শব্দ
নিরবতা ভাঙে ভয় ,
কে করেছে গুলি
কার ওপরে গুলি
মনে জাগে সংশয় ।
রামপুরা মোড়ে
বিটিভি ভবনে
আগুন দিয়েছে কারা ,
ধ্বংসযজ্ঞে
পুড়ছে দালান
মানুষেরা দিশেহারা ।
আড্ডা দিচ্ছে
শহরের লোক,
বন্ধ রেখেছে
শুধু দুটি চোখ ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.