সাবরিনা রুবিন
তোমার সাথে হয়তো
আর কোনদিন দেখা হবেনা...
পড়ন্ত বিকালের সূর্য্যের লাল কিরণ
ছড়ানো বিকাল গড়িয়ে
সন্ধ্যা হবার দৃশ্য দেখতে দেখতে
কাটিয়ে দিবো হয়তো বাকিটা জীবন...
চায়ের কাপটা হাতে নিয়ে
ধুকপুক করা হৃদপিণ্ড বলবে
শুধুই তোমার কথা..
দেখা হবেনা, একসময় কথাও হবেনা
তারপর কেটে যাবে অসংখ্য প্রহর,
অলস দুপুর সন্ধ্যা আর কত বসন্ত!
তবে পৃথিবী তার আপন গতিতে চলবে
রাস্তায় বেড়ে যাবো আরো সহস্র গাড়ি
গলিতে বাড়বে এ্যাপার্টমেন্ট
আর বড় বাস্তার মোড়ে
আকাশ ছোঁয়া শপিংমল
শহরের উত্তর থেকে দক্ষিণে
চলবে লোকাল হেলিকাপ্টার...
নগর সভ্যতায় অসভ্য মানুষ গুলো
আরো অসভ্য হবে..
রাস্তার মোড়ের ফুচকাওয়ালা
পিৎজা বার্গার আর চটপটি মিশ্রিত
হযবরল বিক্রিতে মত্ত থাকবে..
সেল ফোনে ছোঁয়া যাবে একে অপরকে..
এ্যান্টার্কটিকায় হবে চির-বসন্ত!
রোবটরা কবিতা লিখে ক্লান্ত হবে
ভালোবাসাময় পৃথিবী হয়তোবা
আরো হৃদয়হীন হবে..
পৃথিবীতে কান্না থাকবেনা
দুঃখ থাকবেনা
স্পর্শে অনুভূতি থাকবেনা
মমতা মায়া থাকবেনা
সুখী মানুষগুলো আরো
সুখের নেশায় মত্ত হবে
আমি থাকবোনা
হয়তো তুমিও থাকবেনা..
তবে..
কোথায় যেনো রয়ে যাবে
আমাদের ভালোবাসা।
সাবরিনা রুবিন : কবি
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.