Sharing is caring!
টাইমস নিউজ
ভোলার মনপুরায় টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সাদ-জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাদপন্থিদের মুরব্বি দুইজন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন।
বৃহস্পতিবার রাত ৭টায় উপজেলা পরিষদ সাদপন্থিদের মার্কাজ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পরে মনপুরা থানার ওসি কবির আহসানের নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আহতরা হলেন- সাদপন্থিদের মনপুরা উপজেলা আমির মাওলানা নুরুজ্জামান ও অপর অনুসারী মো. মফিজুল ইসলাম।
সাদপন্থিদের পক্ষে ইসমাইল হোসেন লিটন জানান, বৃহস্পতিবার উপজেলা মার্কাজ মসজিদে তাদের অনুসারীরা তাবলিগ জামাতের আমল করছিল। এ সময় উপজেলা হাজিরহাট মার্কাজ মসজিদ থেকে জুবায়ের অনুসারীরা একত্রিত হয়ে হামলা করে। এতে তাদের (সাদ) অনুসারী উপজেলা আমির মাওলানা নুরুজ্জামান ও অপর অনুসারী মো. মফিজুল ইসলাম আহত হন। তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
অপরদিকে জোবায়ের অনুসারী মুফতি ইউসুফ হোসেন জানান, ঢাকার টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় মনপুরা উপজেলা সাদপন্থিদের মধ্যে তিনজন জড়িত ছিল। তারা আবারও উপজেলা মার্কাজ জামে মসজিদ একত্রিত হয়ে মনপুরার পরিস্থিতি ঘোলাটে করার পরিকল্পনা করছিল। পরে তাদের এ ব্যাপারে সতর্ক করতে গেলে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। তবে সংঘর্ষের ঘটনায় সাদপন্থিদের আহত দুইজনের ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
এ ব্যাপারে মনপুরা থানার ওসি কবির আহসান জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয় সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানান তিনি।