টাইমস নিউজ
সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শিতাংশ কুমার সুর চৌধুরী এবং তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন উপ-পরিচালক নাজমুল হুসাইন।
এসকে সুর পরিবারের তিনজনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়, গত ২৪ আগস্ট এসকে সুর এবং তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নাম নন্দিতা সুর চৌধুরীর সম্পদের বিবরণী জারি করা হয়েছিল। এ সময় তাকে সাত কার্য দিবসের ভেতরে সম্পদ বিবরণী তথ্য দিতে বলা হয়। কিন্তু দুদকের সম্পদের বিবরণী নোটিশের সাড়া দেননি এসকে সুর পরিবার। ফলে আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২৬ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত অক্টোবর মাসে এসকে সুর ও তার পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.