আজ বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

স্পর্ধা

editor
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ণ
স্পর্ধা

Sharing is caring!

সাদিয়া নাজিব

যতদিন আদিম ছিলাম
ততদিনই ছিলাম মানুষ।
বারুদের নলে তাই জন্ম নেয় কবিতা
সে তো আদিম, ব্যাকরণের বাইরে
এক প্রস্ফুটিত গোলাপ,
ফোটে এই আদিম অন্তরে।
কবিতা আমার কবিতা
আরোপিত নিয়মের বাইরে এক আশ্চর্য স্পর্ধা।

 

সাদিয়া নাজিব ; কবি