আজ বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এসকে সুর পরিবারের লকার জব্দের আদেশ

editor
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৫, ০৫:৫১ অপরাহ্ণ
এসকে সুর পরিবারের লকার জব্দের আদেশ

Sharing is caring!

টাইমস নিউজ 

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরী পরিবারের লকার জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তার বাসা থেকে উদ্ধার ১৬ লাখ ২৫ হাজার টাকা ট্রেজারিতে রাখা ও তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষা করারও আদেশ দেওয়া হয়েছে।

বুধবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, এসকে সুর চৌধুরী ও তার পরিবারের লকার জব্দের আবেদন করা হয়। এছাড়া তার ১৬ লাখ ২৫ হাজার টাকা ট্রেজারিতে রাখা ও তার দুটি মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য আবেদন করে দুদক।

আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন। আবেদনটি করেন দুদকের উপপরিচালক নাজমুল হোসাইন।

আবেদনে তিনি বলেন, অভিযোগসংশ্লিষ্ট এসকে সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি, অবৈধ সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর, রূপান্তরসহ মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় লকার সুবিধা রয়েছে বলে জানা যায়।

আবেদনে বলা হয়, এসকে সুর চৌধুরী বাংলাদেশ ব্যাংকে চাকরির সুবাদে দুর্নীতির মাধ্যমে অসাধু উপায়ে নিজ, স্ত্রী ও মেয়ের নামে সম্পদ অর্জন করেছেন এবং তাদের জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে এবং নিয়মিত মামলা দায়েরের পূর্বেই তারা লকারে থাকা মালামাল অন্যত্র স্থানান্তর করতে পারেন বলে প্রতীয়মান হয়েছে। আবেদনে আরও বলা হয়, লকারে থাকা সম্পদ স্থানান্তর করা হলে অনুসন্ধান কার্যক্রমের ফলাফল শূন্য হওয়ার আশঙ্কা রয়েছে। অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে লকারে থাকা মালামাল যাতে অন্যত্র হস্তান্তর/স্থানান্তর করা না যায় সেজন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খুলে সম্পদ/মূল্যবান সামগ্রী উদ্ঘাটন করা প্রয়োজন।