আজ সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা : ফারুকী

editor
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৪, ১২:০১ অপরাহ্ণ
সোহরাওয়ার্দী উদ্যানেই হবে  বইমেলা :  ফারুকী

Sharing is caring!

টাইমস নিউজ 

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বুধবার (১৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছেন, বাংলা একাডেমির পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যান বসবে বইমেলা।
সচিবালয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, আমরা গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছি, আমাদের সচিব আলোচনা করেছেন। বইমেলা আগের স্থানেই হবে।

প্রায় এক দশক ধরে বাংলা একাডেমি প্রাঙ্গণের সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানেও অনুষ্ঠিত হয়ে এসেছে অমর একুশে বইমেলা। কিন্তু এবার বইমেলার জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্তের কথা বাংলা একাডেমিকে এক চিঠির মাধ্যমে জানিয়েছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

গত ৬ নভেম্বর গণপূর্ত মন্ত্রণালয়ের কাছ থেকে বইমেলার জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ না দেওয়া সংক্রান্ত চিঠি পায় বাংলা একাডেমি।