প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ
নওগাঁ -মহাদেবপুর কৃষক দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
![]()
রহমতউল্লাহ আশিক,নওগাঁ:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নওগাঁর মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে প্রায় ৪ হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকালে মহাদেবপুরের জাহাঙ্গীপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সাধারন সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি সুলতান মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে উক্ত সাধারন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষকদলের আহবায়ক মমিনুল ইসলাম চঞ্চল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক এসএম শহিদুজ্জামান সোহান ও একেএম নমিনুল হক সানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মহাদেবপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মতিউর রহমান মতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, এদেশে সত্যিকার সংস্কার তখনই হবে যখন কৃষি ব্যবস্থার সংস্কার হবে। কৃষকের উন্নয়ন হবে।
আপামর জনসাধারণ তাদের ভোটাধিকারের মাধ্যমে নিজের পছন্দের ব্যক্তিকে সংসদে পাঠাতে পারবে এবং মূল সংস্কারটি সংসদের মাধ্যমেই হবে। জনগণের হাতে ক্ষমতা অর্পনের মূল মন্ত্র হচ্ছে ভোটাধিকারের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন। অনুষ্ঠোনে সকল পর্যায়ের কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.