Sharing is caring!

টাইমস নিউজ
চট্টগ্রামে একটি জুতা তৈরির কারখানার ৪০ শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ওই কারখানার শ্রমিকরা।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে নগরীর রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) এক্সেলসিওর স্যুজ লিমিটেড নামে জুতা কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।
শনিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নগরীর এম এ আজিজ সড়কের ফ্রিপোর্ট মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। জুতা তৈরির ওই কারখানাটি সিইপিজেডের ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে অবস্থিত।
শ্রমিকরা নগরীর সিইপিজেডের প্রবেশ মুখের সামনের সড়কেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা চাকরি ফেরতের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
শ্রমিকরা বলছেন, ঈদের আগে কোনও কারণ ব্যতীত তাদের ছাঁটাই করা হয়েছে। তারা চাকরি ফেরত চান। তারা কোনও অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলেন না।
চট্টগ্রাম শিল্পপুলিশের এসপি (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সোলায়মান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৪০ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে এক্সেলসিওর স্যুজ লিমিটেডের শ্রমিকরা ফ্রিপোর্ট মোড়ের সড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের বুঝিয়ে আমরা সড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’