প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৩:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৪, ২:১৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গল জগদ্বন্ধু আশ্রমে গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত
তাপস দাশ, শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রী শ্রী প্রভূ জগদ্বন্ধু আশ্রম ও মিশনে অনুষ্ঠিত হয়েছে গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব। প্রথমবারের মত আয়োজিত হয় এই মহোৎসব। অন্নকূট মহোৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে কয়েক হাজারের বেশী ভক্তবৃন্দের সমাগম ঘটে।
আজ শনিবার (০২ নভেম্বর) দুপুরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে উত্তরসূরে অবস্থিত শ্রী শ্রী প্রভূ জগদ্বন্ধু আশ্রমে অন্নকূট মহোৎসবের আয়োজন করা হয়। অন্নকূট উৎসবে ৫২৫ কেজি অন্ন ও ৫২৫ রকমের রান্না করা পদ শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়।
এদিন দুপুর ১২ টার দিকে গোবর্ধন পূজা ও অন্নকূট এর ভোগ নিবেদন করা হয়। এই ভোগ প্রদক্ষিণ করতে বেলা সোয়া ১ টার দিকে (১ ঘন্টা) সময়ের জন্য আগত ভক্তবৃন্দের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
প্রচলিত বিশ্বাস বলছে, এই দিনেই গিরি গোবর্ধন আঙুলের ডগায় তুলেছিলেন শ্রীকৃষ্ণ। অনেক জায়গায় এদিন অন্নকূট উৎসব পালিত হয়। এই দিনে গোবর্ধন পাহাড়ের আকারে খাবারের স্তূপ তৈরি করে ভগবান কৃষ্ণকে নিবেদন করা হয়। তারপর খাবারটি ভক্তদের মধ্যে প্রসাদ হিসাবে ভাগ করা হয়। এই উৎসবে গিরিরাজ গোবর্ধন এবং ব্রাহ্মণের পূজার বিধান শাস্ত্রে দেওয়া আছে। দ্বাপরযুগে এই তিথিতে ভগবান দামোদর ইন্দ্রের প্রকোপ থেকে ব্রজবাসীদের অভয় দেওয়ার জন্য গিরিরাজ গোবর্ধনের পূজা এবং ব্রাহ্মণ পূজার প্রচলন করে ছিলেন। যা কালের পরিক্রমায় অভ্যাহত রয়েছে।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার ইসকন মন্দিরে গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। মূলত, পাঁচ হাজার বছরেরও অধিক সময় ধরে সনাতন ধর্মালম্বীরা প্রতি বছর এ উৎসবের আয়োজন করে আসছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.