Sharing is caring!
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাল্যবিয়ে, অবৈধভাবে পুকুর খনন, মাদক, হ্যাকিং,যানজট,অতিরিক্ত টোল আদায়,ভেজাল পণ্য ক্রয়-বিক্রয় নিয়ন্ত্রনে বাজার মনিটরিং ,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বজায় রাখাসহ আইনশৃঙ্খলা বিঘ্ন কারি অপরাধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় উপজলো প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মাসিক সভা অনুিষ্ঠত হয়। সভায় সভাপতত্বি করেন উপজেলা নির্বাহি অফিসার শাম্মি আক্তার।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান আশাদ,বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক, অধ্যক্ষ আব্দুর রব, অধ্যক্ষ আবু সাঈদ মোহাম্মদ সিদ্দিক, অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষ আব্দুর বর, প্রধান শিক্ষক বাবুল ইসলাম,প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক আব্দুল হানিফ মিঞা,মহিলা বির্ষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান, উপজেলা একাডেমী সুপারভাইজার মাহমুদুর রহমান, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, ।